Home » আন্তর্জাতিক » নিবিষ্ট মনে টেলিভিশন :বালতিতে ডুবে সন্তানের মৃত্যু

নিবিষ্ট মনে টেলিভিশন :বালতিতে ডুবে সন্তানের মৃত্যু

 

নিউটার্ন ডেস্ক

টেলিভিশনে তামিল নাডুর সুড়ঙ্গে আটকে পড়া শিশু সুজিত উইলসনের উদ্ধার প্রচেষ্টা দেখার সময় ভারতীয় এক দম্পতির দুই বছরের শিশু কন্যা বাড়িতে বালতির পানিতে ডুবে মারা গেছে।

সোমবার রাতে ওই তামিল নাডুরই থিরেসপুরাম গ্রামে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে শিশু রেভাথি সানজানা যখন ওই বালতির পানি নিয়ে খেলা করছিল তখন তার বাবা-মা নিবিষ্ট মনে টেলিভিশনে সুড়ঙ্গে আটকা পড়া তিন বছরের সুজিতকে উদ্ধার করার প্রচেষ্টা দেখছিল।

এক সময় তারা খেয়াল করেন সানজানা আশেপাশে নেই। এরপর খোঁজা শুরু করে সানজানাকে বালতিতে নিথর হয়ে ডুবে থাকতে দেখেন।

সন্তানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা, কিন্তু সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাদের সন্তানের মৃত্যু হয়েছে বলে জানায়।

অপরদিকে সুজিত উইলসনের ঘটনাটি ঘটে তামিল নাডুর তিরুচিরাপল্লির নাডুকাট্টুপট্টিতে। শুক্রবার বিকালে খেলতে খেলতে নলকূপের জন্য খোঁড়া পরিত্যক্ত সুড়ঙ্গে পড়ে যায় সুজিত।

ওই ঘটনার ৮০ ঘণ্টা পর মঙ্গলবার ভোরে সুজিতের পচন ধরা মৃতদেহ উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা।

11 Shares