Home » জাতীয় » নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির মানববন্ধন
নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির মানববন্ধন

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির মানববন্ধন

ঝিনাইদহ সংবাদদাতা :
নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশব্যাপী পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচ পালিত হয়েছে।

আরও পড়ুন :

বেকার হাজারও শ্রমিক ও নৌকা কাউনিয়ায় তিস্তা নদীর নাব্যতা সংকটে নৌ-চলাচল বন্ধ

সুনামগঞ্জে ধলাই খাল সেতু ভেঙ্গে যাওয়ার পর বাঁশের সাঁকোতে পারাপার, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ময়মনসিংহের ত্রিশাল কুড়াগাছা রাস্তার বেহাল দশা

 

 

সোমবার সকালে শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ের সামনে ঝিনাইদহ পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে । এতে ব্যানার ফেস্টুনসহ দলের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহ্বায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাসহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ দাব করেন।

0 Shares