Home » বিনোদন » নিলয়-অহনার ‘তাফালিং’

নিলয়-অহনার ‘তাফালিং’

নিউটার্ন ডেস্ক : নিলয় আলমগীর ও অভিনেত্রী অহনার নতুন নাটক ‘তাফালিং’। লেজার ভিশন প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। পুরনো ঢাকার ভাষায় নির্মিত রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের আবহে নাটকটি নির্মিত হয়েছে। গতকাল ২২ মে নাটকটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

নিলয়-অহনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রত্না খান, এইচ কে স্বাধীন, আনোয়া হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো প্রমুখ। নাটকটির আবহ সঙ্গীত করেছেন এসকে অন্য। সম্পাদনা করেছেন আকাশ সরকার, কালার করেছেন টিডি দিপক, সাউন্ড ডিজাইন করেছেন রুবেল। লেজার ভিশনের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে নতুন নাটক তাফালিং প্রকাশ করেছে।
নিউটার্ন/এআর

0 Shares