Home » জীবনধারা » নীতা আম্বানির এই পপকর্ন ব্যাগের দাম ৫ লাখ!

নীতা আম্বানির এই পপকর্ন ব্যাগের দাম ৫ লাখ!

নিউটার্ন জীবনধারা ডেস্ক : সাজপোশাক নিয়ে সব সময় আলোচনায় থাকেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সম্প্রতি মেয়ে ইশা আম্বানির প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবার খবরের শিরোনাম হলেন নীতা।

এদিন ক্রিমরঙা ব্লেজার আর সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হন নীতা।

অভিজাত এই আউটফিটের সঙ্গে অনুষঙ্গ বাছাইয়ে নীতা থেকেছেন সতর্ক। কানে ছিল ওভারসাইজড হুপ ইয়াররিং, সঙ্গে ম্যাচিং আংটি।

পাশ্চাত্য আউটফিটের সঙ্গে ছিমছাম সাজে অনুষ্ঠানে আসেন নীতা পাশ্চাত্য আউটফিটের সঙ্গে ছিমছাম সাজে অনুষ্ঠানে আসেন নীতা। ছবি: ইন্সটাগ্রাম থেকে

ভারতীয় পোশাকের ক্ষেত্রে নীতাকে জাঁকজমক মেকআপে দেখেই সবাই অভ্যস্ত। তবে পাশ্চাত্য ধাঁচের এ লুকে ছিমছাম সাজে থেকেছেন নীতা। সফট ব্রাউন স্মোকি আইস আর গাঢ় আইলাইনারে নীতার মেকআপ এদিন এককথায় ছিল ‘ফ্ললেস’।

পিচরঙা লিপস্টিক আর গোলাপি ব্লাশের ছোঁয়ায় নীতাকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। ঢেউখেলানো চুলগুলোকেও ছেড়ে রেখেছিলেন।

ছেলের বিয়েতে নজর কাড়ল নীতা আম্বানির স্বর্ণের ‘ব্যাগ’ছেলের বিয়েতে নজর কাড়ল নীতা আম্বানির স্বর্ণের ‘ব্যাগ’

কিন্তু সব ছেড়ে সবার চোখ গিয়ে আটকায় নীতার পপকর্ন ব্যাগে। ব্যাগটি সদ্য বাজারে এনেছে ফরাসী লাক্সারি ব্র্যান্ড শ্যানেল, ভারতীয় মুদ্রায় যার মূল্য পাঁচ লাখ রূপি। এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের ব্যাগ।

শ্যানেলের ওয়েবসাইট থেকে জানা গেছে, মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এই পপকর্ন ব্যাগ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অবশ্য মজা করে লাক্সারি ব্যাগটিকে ‘পপকর্নের ঠোঙা’ হিসেবে অভিহিত করেছে! যেভাবেই বলা হোক, ব্যতিক্রমী নকশার ব্যাগটি নজর কেড়ে নিয়েছে ফ্যাশনপ্রেমীদের।

তথ্যসূত্র: পিংকভিলা
নিউটার্ন/এআর

0 Shares