Home » জাতীয় » নুরজাহান বেগমের (৭৫) ইন্তেকাল

নুরজাহান বেগমের (৭৫) ইন্তেকাল

৬৪ নাসির উদ্দিন সরদার লেন (সুত্রাপুর) নিবাসী, পুরান ঢাকার বিশিষ্ঠ ব্যক্তিত্ব, সমাজসেবক মরহুম হাফেজ আবদুর রহমানের স্ত্রী ও ৩৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মোখলেসুর রহমান রোমেল এর আম্মা “নুর জাহান বেগম” মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার ছেলে ও এক মেয়ে সহ নাতি-নাতনী সহ বহু শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। রাত সাড়ে আট টায় পুরান ঢাকার সুরিটোলাস্থ সুবেদার ঘাট জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে তার নামাজে জানাজায় উপস্থিত থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসির) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময়ে তিনি, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি

0 Shares