শহীদ শেখ (পাখি),মুন্সীগঞ্জ :
বাংলাদেশ উপজেলা পরিষদের এসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
আরও পড়ুন :
খাগড়াছড়ির ভোট : আ’লীগ ও বিদ্রোহী মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
করোনা : ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্ত ৭৫
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন ও ফুলের তােড়া নিয়ে আসতে শুরু করেন নেতা কর্মিরা। সেই সঙ্গে আমিরুল ভাই , আমিরুল ভাই ’ স্লোগানে স্লোগানে মুখরিত পুরাে শিল্পকলা একাডেমি ভবন। এসময় কর্মিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে রূপান্তরিত হয় ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার (আঁখি) প্রমুখ।
বক্তব্যের পালা শেষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের ফুলেল শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানাে ভালােবাসায় সিক্ত হলেন জনমানুষের নেতা আমিরুল ইসলাম।