দীর্ঘ ৭দিনপর চালু হয়েছে ঢাকা বেনাপোল দূর পাল্লার বাস
এম এ রহিম, বেনাপোল যশোর :
নৌ পরিবহন দফতরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে সরাহা হওয়ায় দীর্ঘ ৭দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চালু হয়েছে ঢাকা বেনাপোল দূর প্ল্লার পরিবহন বাস চলাচল। ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের। খুশি পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। ভারত থেকে আসা যাত্রী আসমা খাতুন ও নগেন দাস বলেন দূররে বাস না ছাড়ায় তাদের পেতে হয়েছে ভোগান্তি। আজ বাস চালুতে খুশি তারা।
গত ২২ নভেম্বর রাতে বেনাপোল পৌর বাস টার্মিনালে ঢাকা বেনাপোল গামী দূর পাল্লার পরিবহন থেকে যাত্রী নামিয়ে দেয়া হয়। বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে যাত্রী নামিয়ে দেয়ায় দুর্ভোগে পড়েন তারা। পৌর কর্তৃপক্ষের সাথে বাস মালিকদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। ফলে গত ৭দিন বন্ধ রাখা হয় ঢাকা বেনাপোল দূর পাল্লার বাস চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকার বাস মালিক সমিতি যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের কারণে বন্ধ রাখে ।
বৃহস্পতিবার বিকালে নৌ পরিবহন দফতরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে বিষয়টি মিমাংসা হওয়ায় চালু করা হয় বাস চলাচল। খোলা হয় পরিবহন কাউন্টার গুলো। বাস চলাচলে খুশি যাত্রী ও পরিবজন শ্রমিকরা।
বন্দর টার্মিনালে সরাসরি বাস আসতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর সহকারি পরিচালক ট্রাফিক অ শ ম সৈয়েদ খালিদ। তিনি জানান বন্দর বাস টার্মিাালটি খুলে দেয়া হয়েছে। দূর পাল্লার এসি ও নন এসি বাস যাত্রী নিয়ে আসতে পারবে। আন্তজেলা বাস থামবে পৌর বাস টার্মিাানালে।
বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনে পৌর বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস থামানো ও এখান থেকে যাতায়াতে নির্দেশনা দেয় প্রশাসন। এ কারণে পৌর টার্মিনালে আটকে দেয়া হয় ঢাকা থেকে ছেড়ে আসা বাস। সব বাধা শেষে শুরু হলো বাস চলাচল।