Home » জাতীয় » পঞ্চগড়ে কাপড়ের গোডাউনে আগু

পঞ্চগড়ে কাপড়ের গোডাউনে আগু

 

 

নিউটার্ন ডেস্ক

পঞ্চগড় জেলা শহরের রসনাবাগ এলাকায় বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের বাড়ি ও গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা জানা যায়নি।

জানা যায়, কাপড় ব্যবসায়ী বাড়িতে কাপড়ের গোডাউনে রাত আড়াইটার দিকে হঠাৎ আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরেও। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানান বাড়ির কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির পাঁচটি রুম পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

এ সময় বাড়ির সকলেই বাইরে এসে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক সেলিম জানান, কাপড়ের গোডাউনে প্রায় কয়েক লাখ টাকার নতুন কাপড় ছিল। এছাড়া নগদ টাকা ও সোনার গয়নাসহ প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

8 Shares