Home » জাতীয় » পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা!

পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা!

 

নিজস্ব প্রতিবেদক, নিউটার্ন.কম
পঞ্চগড় দেবনগর জেমকন পোল ফ্যাক্টরির সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। স্কুল শেষে নিজ শিশু সন্তানকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছিলেন পঞ্চগড় দেবনগর ইউনিয়নের সাতমেরা গ্রামের রবিউল ইসলাম। পথিমধ্যে একটি বাস পেছন থেকে চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়! মোটর সাইকেলটি বাসের বাম্পারে বেধে গেলেও চালক সেটিকে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়।
রাস্তার বিভিন্ন স্থানে শিশুটির ছিন্নভিন্ন মস্তক পড়ে রয়েছে বলে জানা গেছে। অবস্থা গুরুতর হওয়ায় শিশুটির বাবা রবিউল ইসলামকে জরুরী ভিত্তিতে রংপুর নেয়া হচ্ছে।

নিউটার্ন.কম/RJ

27 Shares