Home » জাতীয় » পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

 

উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলীসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পঞ্চমদিনের মতো সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরী প্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে আন্দোলন করে আসছেন তারা।

দাবী পূরণে বেঁধে দেয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে গত বুধবার (৩০ নভেম্বর) থেকে আন্দোলন শুরু করে তারা।

উল্লেখ্য, গত সোমবার (২৮ নভেম্বর) প্রথমে চার দফা দাবিতে বিক্ষোভসহ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরদিন আরো কিছু দাবি যুক্ত করে ১২ দফা দাবি বাস্তবায়নে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় তারা। দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

নিউটার্ন.কম/AR

20 Shares