Home » জাতীয় » পিপিডির সদস্য রাষ্ট্রসমূহ সম্মিলিতভাবে কাজ করলে জনসংখ্যা ও উন্নয়ন ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

পিপিডির সদস্য রাষ্ট্রসমূহ সম্মিলিতভাবে কাজ করলে জনসংখ্যা ও উন্নয়ন ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

 

ঢাকা :
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন,পিপিডির সদস্য রাষ্ট্রসমূহ সম্মিলিতভাবে কাজ করলে জনসংখ্যা ও উন্নয়ন ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তিনি পিপিডির সদস্য দেশগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা দৃঢ় করার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘পার্টনারসইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি)’ এর ৩৯তম নির্বাহী কমিটির সভা এবং ২৭তম বোর্ডকমিটিরসভায়সভাপতিরবক্তৃতায়এসবকথাবলেন।
মন্ত্রীবলেন, ‘পার্টনারসইনপপুলেশনএন্ডডেভেলপমেন্টএরসদস্যরাষ্ট্রসমূহেরমধ্যেসহযোগিতা, অংশীদারিত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগীউদ্ভাবনওপ্রযুক্তিস্থানান্তরেরমাধ্যেমেউদ্ভুতনানাসমস্যায়সদস্যরাষ্ট্রসমূহএকসাথেকাজকরলেসমস্যারসমাধানখুঁজেপাওয়াসম্ভবহবে।
মন্ত্রীআরোবলেন, পিপিডিরসদস্যদেশগুলোরমধ্যেপ্রজননস্বাস্থ্য, জনসংখ্যাএবংউন্নয়নেরসেরাদৃষ্টান্তসমূহআদানপ্রদানকরাউচিত,যাতেএকেঅপরেরকাছথেকেশিখেপারষ্পরিকভাবেলাভবানহওয়াযায়। জনগণেরজীবনমানউন্নয়নেপ্রতিশ্রুতিবদ্ধহওয়াউচিতযাতেজনগণওভবিষ্যৎ প্রজন্মেরজন্যটেকসইউন্নয়ননিশ্চিতকরাযায়।
সভায়স্বাস্থ্য ও পরিবারকল্যাণপ্রতিমন্ত্রীডাঃরোকেয়াসুলতানা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণবিভাগেরসচিবমোঃআজিজুররহমান, পিপিডিবোর্ডেরসেক্রেটারিমোহাম্মদদোয়াগি, চায়নাস্বাস্থ্যকমিশনেরউপমহাপরিচালকলিওয়েইসহইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া, দক্ষিণআফ্রিকাথেকেমন্ত্রীপর্যায়েরব্যক্তিবর্গএবংউচ্চপদস্থসরকারিকর্মকর্তাবৃন্দউপস্থিতছিলেন।
উল্লেখ্য, পিপিডিএকটিআন্তঃসরকারিসংগঠনযাসদস্যরাষ্ট্রসমূহেরমধ্যকারজনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিকচ্যালেঞ্জমোকাবিলায়কাজকরেথাকে। সভায়পিপিডিরসদস্যরাষ্ট্রের ২৩ টিদেশেরমন্ত্রী ও সহযোগীসমন্বয়কারীগণঅংশগ্রহণকরেন।-ত.বি.

0 Shares