Home » সারাদেশ » পুকুরে গোসলে নামলো পাঁচ শিশু, লাশ হয়ে ফিরলো একজন

পুকুরে গোসলে নামলো পাঁচ শিশু, লাশ হয়ে ফিরলো একজন

ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে
জোনায়েদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা
ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের জয়নাল মাঝি বাড়িতে এ
দুর্ঘটনা ঘটে ।
জোনায়েদ উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের
চরকচ্ছপিয়া গ্রামের জয়নাল মাঝি বাড়ির জয়নাল মাঝীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, দুপুর ১২ টার দিকে শিশু জোনায়েদ সহ
পাঁচ শিশু নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় জোনায়েদ পুকুরের
পানিতে ডুব দেন। অনেক সময় ধরে তাকে উঠতে না দেখে সঙ্গে থাকা বাকি শিশুরা
দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়।
পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিকাশ চন্দ্র মজুমদার তাকে মৃত্য
ঘোষণা করেন।
দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বিকাশ চন্দ্র
মজুমদার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, এই
বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।

0 Shares