দক্ষিণ আফ্রিকার আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ড্যারেন স্যামি। তাতে আইসিসির আচরণ বিধিভঙ্গ হয়েছিল। তাই শাস্তি হল ওয়েস্ট ইন্ডিজ়ের কোচের।
নিউটার্ন ডেস্ক :
প্রকাশ্যে আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তের সমালোচনা করায় শাস্তি পেতে হল ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামিকে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দেয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্টও।আনন্দবাজার ডট কম ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ়-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিন হোল্ডস্টকের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন স্যামি। প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের কাছে গিয়ে দক্ষিণ আফ্রিকার আম্পায়ারের সিদ্ধান্তের ব্যাখ্যাও চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় কোচ। তার বক্তব্য, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও হোল্ডস্টকের কিছু সিদ্ধান্ত নিয়ে তার প্রশ্ন রয়েছে। সেই তিনটি ম্যাচেও দায়িত্বে ছিলেন হোল্ডস্টক। পর পর দু’টি সিরিজ়ে হোল্ডস্টকের সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাচ্ছে। স্যামি বলেছিলেন, ‘‘ইংল্যান্ড সফর থেকেই এক জন আম্পায়ারের (হোল্ডস্টক) সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। অত্যন্ত হতাশাজনক। কোনও আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে সন্দেহ তৈরি হয়, এমন পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। কিন্তু একের পর এক সিদ্ধান্ত একটি দলের বিরুদ্ধেই গেলে প্রশ্ন তৈরি হয়। একই আম্পায়ার এখানেও আছেন। মনে সন্দেহ নিয়ে টেস্ট ম্যাচ খেলা যায় না।’’
এই মন্তব্যের জন্য আইসিসির আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠে স্যামির বিরুদ্ধে। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ, খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা নিষিদ্ধ। গত ২৪ মাসে এই প্রথম এ ভাবে বিধিভঙ্গ করেছেন স্যামি। নিয়ম মনে স্যামিকে জরিমানা এবং এক ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি শ্রীনাথ। স্যামি শাস্তি মেনে নেয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লিউ এবং সাই হোপের ক্যাচ আউটের সিদ্ধান্ত দু’টি নিয়েছিলেন তৃতীয় আম্পায়ার হোল্ডস্টক। দু’টি সিদ্ধান্তেই অসন্তোষ এবং হতাশা প্রকাশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ় শিবির। চেজের আউটের ক্ষেত্রে ক্যারিবিয়ানদের দাবি, বল প্যাডের আগে ব্যাটে লেগেছিল। আর হোপের ক্যাচ অ্যালেক্স ক্যারে ধরলেও বল মাটি স্পর্শ করেছিল। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ়-অস্ট্রেলিয়ার পরের দু’টি টেস্টে মাঠের অন্যতম আম্পায়ার হিসেবে থাকবেন হোল্ডস্টক।