Home » আন্তর্জাতিক » প্রতিবন্ধী নারীকে ৭ মাস ধরে ৭ জনের লাগাতার ধর্ষণ করত!

প্রতিবন্ধী নারীকে ৭ মাস ধরে ৭ জনের লাগাতার ধর্ষণ করত!

 

সাত মাস ধরে এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে ৭ ব্যক্তির বিরুদ্ধে। এর জেরে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পশ্চিমবঙ্গের হুগলির খানাকুলে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সহজ-সরল প্রতিবন্ধ মহিলা। যে যখন ডাকে তার সঙ্গেই চলে যায়। তারই ফলে ৭ জন ব্যক্তির যৌন লালসার শিকার হতে হয় তাকে। মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হয়নি। একেবারেই সাদামাটা জীবনযাপন করে।

নির্যাতিতা মহিলার ভাইয়ের অভিযোগ, কে ভালো লোক, কে খারাপ লোক তা বোঝার মতো অবস্থায় মানসিক স্থিতাবস্থা নেই দিদির। তারই জেরে ঘটে এই ঘটনা।

তিনি জানান, থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

পুলিশ জানিয়েছে, আমরা এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামি। নির্যাতিতার বক্তব্য নিয়ে জানতে পারি কারা এই ঘটনার সঙ্গে জড়িত। সেই ৭ জনকেই গ্রেপ্তার করা হয়েছে।

নিউটার্ন.কম/RJ

0 Shares