Home » জাতীয় » প্রতিহিংসা-জামিমা ইসলাম

প্রতিহিংসা-জামিমা ইসলাম

গোয়েন্দা কাহিনি 

(৩১তম অংশ)

“এবার খুশি বাবা বলুন।”

“আমার মনে হয়, আমাদের বা হাসিদের পারিবারিক কোন শত্রু এই কাজ করেছ”

“এবার মিসেস সবিতা বলুন।” “আমার ধারণা খুশির মা এই কাজ করছেন।

“আমি কেন আমার মেয়েকে খুন করতে যাব।

মিসেস সবিতা উত্তর দিলেন,“আপনি আপনার মেয়েকে খুন করতে চাননি, আপনি চেয়েছিলেন হাসিকে খুন করতে। ভুলবসত আপনার মেয়েকেও খুন করে ফেলেছেন।”

মনিমায়া বললেন,“আপনি শান্ত হোন। আমি শুধু সবাইকে তাদের অনুমান বলতে বলেছি। অনুমান সত্য নাও হতে পারে।”

মনিমায়া একটু থেমে আবার বললেন,“সবার মতামত দেয়া হয়ে গেছে।”

খুশির বাবা বললেন,“মিসেস নাহিয়া আর তার ভাইকে জিজ্ঞেস করলেন না তো!”

“মিসেস নাহিয়াকে জিজ্ঞেস করিনি কারণ তিনি জানেন যে খুনি কে। আর মিসেস সবিতার ভাইকে জিজ্ঞেস করিনি কারণ উনি কেসটা সম্পর্কে খুব কমই জানেন।”

“এবার তাহলে আপনি বলুন খুনি কে।”বললেন খুশির মা।

“হ্যাঁ সেটা তো বলবোই। কিন্তু তার আগে আমি খুশির বাবাকে অভিনন্দন জানাতে চাই। কারণ, ওনার অনুমানই সঠিক কোনটা খুনটা পারিবারিক শত্রু করেছে।”

“কে সেই শত্রু?” খুশির বাবা বললেন।”

(চলমান)

0 Shares