Home » জাতীয় » প্রতিহিংসা-জামিমা ইসলাম

প্রতিহিংসা-জামিমা ইসলাম

গোয়েন্দা কাহিনি :

(সপ্তম অংশ)

হেডমিস আগে ভারতে থাকতেন। পুরো ক্লাসে শুধু উনিই মুসলমান। বাকি সবাই ‍হিন্দু। তখন ওনার একমাত্র বন্ধু ছিলেন মনিমায়া। তিনি এখন অনেক বড় গোয়েন্দা। হেডমিস তখনই এদেশে আসতে বলেলন তাকে। বন্ধুর জরুরী ডাকে মনিমায়া পা দিলেন  বাংলাদেশের মাটিতে। এলেন বন্ধুর বাড়ি। দুজন বসার ঘরে গল্প করার জন্য বসেছেন। মনিমায়া বলেলন,“হঠাৎ এত জরুরী তলব কেন?”

“সব বলছি। আমার স্কুলে দুটো মেয়ে ছিল।” বলেলন হেডমিস।

“এখন আর নেই?”

“না। ওরা মারা গেছে। গত পরশু ওদের লাশ পাশের গ্রাম রাতক্ষিরা থেকে পাওয়া গেছে।”

(চলমান)

0 Shares