Home » জাতীয় » প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড় ঘর -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড় ঘর -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

 

ঢাকা :
প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড় ঘর। এখানে শিশুকে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও কর্তব্য পরায়নতা শিখানো হয় যাতে তারা সৎ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

প্রতিমন্ত্রী গতকাল রাজধানীতে ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায়শুদ্ধাচারচর্চা’শীর্ষককর্মশালায়প্রধানঅতিথিরবক্তৃতায়এসবকথাবলেন।

প্রতিমন্ত্রীরুমানাআলীবলেন,ছোটোবেলাথেকেশিশুদেরনীতি ও নৈতিকতারভিতশক্তিশালীনাকরাহলেকোনোজাতিমাথাউঁচুকরেদাঁড়াতেপারবেনা।আরমাথানিচুজাতিরপক্ষেবঙ্গবন্ধুরস্বপ্নের ‘সোনারবাংলা’ প্রতিষ্ঠাকরাসম্ভবনয়।

বাংলাদেশঅর্থনীতিসমিতিরসভাপতি ড. কাজীখলীকুজ্জমানআহমদেরসভাপতিত্বেকর্মশালায়বক্তৃতাকরেনপাবলিকসার্ভিসকমিশনেরচেয়ারম্যানসোহরাবহোসাইন, সাবেকমুখ্যসচিবআবদুলকরিম ওঅফিসার্সক্লাবেরসাধারণসম্পাদকমেজবাহউদ্দিন।-ত.বি.

0 Shares