Home » সারাদেশ » প্রিয় কম্বল ছাড়া ঘুমায় না এই গণ্ডার শাবক!

প্রিয় কম্বল ছাড়া ঘুমায় না এই গণ্ডার শাবক!

নিউটার্ন ডেস্কঃ  অদ্ভুত এক গণ্ডার শাবকের খোঁজ মিলল, যে কিনা নিজের প্রিয় ‘কম্বল’ ছাড়া ঘুমাতে যেতে অস্বীকার করে। অনাথ এই গণ্ডার শাবকের নাম অ্যাপোলো। তার এই কম্বল নিয়ে ঘুমতে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেনিয়ার ‘সেলড্রিক ওয়াইল্ডলাইফ’ সংস্থার টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গণ্ডার শাবকটি একটি মোটা চাদরের মতো বস্তুর নিচে মুখ লুকিয়ে ঘুমচ্ছে। আসলে তার এই ‘কম্বল’টি একটি লাল পাতলা ম্যাট্রেস। এমন করে ঘুমতে যাওয়া নাকি তার প্রতিদিনের কাজ। এই কম্বল ছাড়া সে নাকি ঘুমাতেই রাজি হয় না।

বছর খানেক আগে কেনিয়ার এক জঙ্গল থেকে উদ্ধার করা হয় অনাথ এই গণ্ডার শাবকটিকে। তখন তার বয়স ছিল বড় জোর মাস ছয়। তখন থেকেই সেলড্রিক ওয়াইল্ডলাইফের তত্বাবধানে রয়েছে সে। নাম রাখা হয় অ্যাপোলো। আর তাকে প্রথমে এই ম্যাট্রেসটি দেওয়া হয়। পরে সেটি তার এত পছন্দ হয়ে যায় যে ওই কম্বল ছাড়া সে ঘুমতেই চায় না।

নিউটার্ন.কম/RA

0 Shares