Home » খেলাধুলা » ফুটবলে রাব্বী হোসেন রাহুলের সাফল্য

ফুটবলে রাব্বী হোসেন রাহুলের সাফল্য

 

এম এ রহিম, বেনাপোল যশোর :

শত প্রতিকুলতার মধ্যেও হার না মানা সদা হাস্যেজ্বল তরুণ বাংলাদেশের রাব্বী হোসেন রাহুল একের পর এক দৃষ্টি নন্দন চমকপ্রদ গোল করে চমকে দিয়েছেন দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে ফুটবল প্রেমীদের।

 


বাংলাদেশের জন্য বিদেশের মাটি থেকে একটি জয়ের খবর বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোলের কৃতি সন্তান রাব্বী হোসেন রাহুল।


বিদেশের মাটিতে সাফ অনুর্ধ ২০ ফুটটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪/১ গোলের ব্যাবধানে নেপালকে পরাজিত করে বাংলাদেশ।বিদেশের মাটিতে ওড়ে জয়ের লাল সবুজের পতাকা। মিরাজের দুই গোলের পর দৃষ্টি নন্দন গোল করে রাহুল।


বেনাপোল নুর ইসলাম ফুটবল একাদশ থকে -সাবেক জাতীয় টিমের ফুটবলার কোচ সা্ব্বির হোসেন পলাশের –হাত ধরে এগিয়ে যাওয়া রাহুলের সাফল্যে গর্বিত দেশ ।
এলাকার পুটবল প্রেমীদের অনুপ্রেরনা ও সহযোগিতায় রাহুল পৌঁচেছে জাতীয় টিমে। রাহুলের অনেক সতির্থ নুর ইসলাম ফুটবল একাদশ থেকে জায়গা করে নিয়েছে ঢাকার বিভিন্ন বড় বড় ফুটবল ক্লাবে। রাহুল যেন অনুপ্রেরণা।


রাহুল ও যেতে চান ফুটবলের অনেক উচ্চতায়।

0 Shares