Home » জাতীয় » ফুল দেয়ার প্রলোভনে শার্শায় ৫বছরের শিশুকে ধর্ষণ চেস্টা,শাস্তি দাবি

ফুল দেয়ার প্রলোভনে শার্শায় ৫বছরের শিশুকে ধর্ষণ চেস্টা,শাস্তি দাবি

এম এ রহিম,বেনাপোল : যশোরের শার্শায় ফুল দেয়ার নাম করে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ উঠেছে। পুলিশ একাধিক ধর্ষণে অভিযুক্ত সাগর গাজিকে আটক করেছে । সে শার্শার রামপুর গ্রামের শাহজাহান গাজীর ছেলে।

আরও পড়ুন :

বেনাপোলে ভুয়া সিআইডি আটক

বেনাপোলে প্রতিবাদ সমাবেশও কর্মবিরতি-আমদানি রফতানি বন্ধ-আটকা পরেছে পন্যবাহি ট্রাক

শার্শায় শার্শা থানার ওসি বদরুল আলম ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে সাগর স্থানীয় ৫ বছরের এক শিশু কন্যাকে ফুল দেয়ার নাম করে-পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুর আত্চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে। সাগরকে ধরে থানা পুলিশকে খবর দেয়া হয়। আটক করা হয় তাকে। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
তার অপকর্মের ভয়ে অনেক শিশু বাইরে যেতে ভয় পায়। সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশুর পরিবার সহ স্থানীয়রা।

শার্শা থানা ওসি মো: বদরুল আলম বলেন, শিশু ধর্ষণ চেষ্টা অপরাধ আইনে তাকে জিজ্ঞাসাবাদেসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ আটক করে যশেোর কোট হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকেও পাঠানো হয়েছে বিচারকের আদালতে। মামলাটির তদন্তভার দেয়া হযেছে এস আই মো: ফারুক হোসেনকে। (আপডেট)

0 Shares