সুনামগঞ্জ প্রতিনিধি:
ফ্যাসিস্ট রতন মিয়ার নির্যাতনের শিকার বিএনপি নেতা ও মেসার্স তাহিয়া স্টোন ক্রেশারের মালিক নাছির মিয়া। তিনি শহরের পানসি রেস্টোরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নাছির মিয়া। এসময় তিনি বলেন, সুনামগঞ্জের যাদুকাটা বালু মহালের উপর নির্ভরশীল ৫০ হাজার শ্রমিক। আওয়ামী দোসরদের ষড়যন্ত্রমুলক মামলায় শ্রমিক ও ব্যবসায়ীরা এখন মানবেতর জীবন যাপন করছে। আমি যাদুকাটা-১ ইজারায় অংশগ্রহণ করে ইজারাপ্রাপ্ত হই। গত ২৫ জুন ঢাকায় হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে গেলে আমার প্রাননাশের চেষ্ঠা করে আওয়ামী দোসর ও ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্যাতনে মামলার আসামী যাদুকাটা নদীর সাবেক ইজারাদার ফ্যাসিস্ট রতন মিয়া। তাকে সহযোগিতা করে ফেরদৌস মিয়া ও খোরশেদ মিয়া। কোর্টের কাজ শেষ করে রিক্সাযোগে হোটেলে আসার সময় সেগুন বাগিচা এলাকায় ডিবি পুলিশকে ডেকে এনে আমাকে আওয়ামীলীগ নেতা সাজিয়ে রিকসা থেকে নামিয়ে মারধোর করে। পরে আমাকে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাদুকাটা নদীর ইজারা নেওয়ায় নির্যাতন করে। আমাকে অন্যায়ভাবে নির্যাতনকারীদের আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।
