Home » জাতীয় » বকশীগঞ্জে বাস খাদে পড়ে আহত ৩০

বকশীগঞ্জে বাস খাদে পড়ে আহত ৩০

 

জামালপুরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুনবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রিযাদ রিয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী।
এদের মধ্যে পাঁচজন গুরুতর আহতাবস্থায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউটার্ন.কম/AR

16 Shares