Home » জাতীয় » বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ

নিউটার্ন ডেস্ক
ময়মনসিংহে ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহর থেকে তিন কিলোমিটার দূরে শহরে কেওয়াটখালী এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এ সময় বিকট শব্দে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে।

বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান রেলের ওই কর্মকর্তা।

0 Shares