Home » জাতীয় » বঙ্গবন্ধুর স্বপ্নের বংলাদেশ নির্মাণে সরকারি নির্দেশনায় কাজ করে যাচ্ছি- ডিসি নারায়ণগঞ্জ

বঙ্গবন্ধুর স্বপ্নের বংলাদেশ নির্মাণে সরকারি নির্দেশনায় কাজ করে যাচ্ছি- ডিসি নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ(বন্দর)প্রতিনিধি:
নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন।বর্তমান সরকারের প্রতিটি নির্দেশনা মেনে জনগণের আস্থার প্রতীক হয়ে আমরা জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্দরবাসীর জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আমি তার কাজে সন্তুষ্ট।

আজ সকালে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন :

বন্দরের ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, ১০ লাখ টাকা জরিমানা!

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর পিতার মৃত্যু: বিভিন্ন মহলের শোক

মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সার্বিক পরিচালনায় ১০ টি ভিক্ষুক পরিবারকে স্বাবলম্ভি হওয়ার জন্য মালামালসহ দোকান এবং ২ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ,চেয়ারম্যান এম.এ সালামসহ অনেকে ।

0 Shares