Home » জাতীয় » বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফখরুদ্দিন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফখরুদ্দিন

 

মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির কার্যকরী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা মোঃ ফখরুদ্দিন সুমন।তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ তথা সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।এছাড়া তিনি প্রাবাসে যাওয়ার পূর্বে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের নেতা ছিলেন।

 

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে ও বাংলাদেশ আওয়ামী-যুবলীগের প্রতি অকৃত্রিম ভালবাসায় তিনি মক্কা প্রবাসী ও ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং সাবেক মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেন।দীর্ঘদিনের এই রাজনৈতিক জীবনে তিনি বিরোধীদলীয় নেতাকর্মিদের দ্বারা বহুবার নির্যাতনের শিকার হয়েছেন।তবুও তিনি দমে যাননি নিজ আত্ববিশ্বাস ও দলের প্রতি অগাধ ভালোবাসায় এখনো নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন।দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম কোন অপপ্রচার চোঁখে পড়তেই তিনি যুক্তি উপস্থাপনের পাশাপাশি প্রতিবাদী হয়ে উঠেন। আবেদনের প্রেক্ষিতে তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর আহবায়ক কমিটির কার্যকরী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।এছাড়া তিনি সামাজিক,মানবিক ও শিক্ষামূলক সংস্থা বাংলাদেশ হিউম্যান অর্গানাইজেশন এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

এই বিষয়ে মক্কা প্রবাসী ও সাবেক যুবলীগ নেতা মোঃ ফখরুদ্দিন সুমন বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা নেতৃবৃন্দের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব।

আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সকল সাংগঠনিক কার্যক্রমে।সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর আহবায়ক কমিটির কার্যকরী নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় আমি গর্বিত।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি আমার এই পথচলায় সদা সর্বদা সজাগ থাকবো।দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অনেক বিরোধীদলীয় নেতাকর্মীদের দ্বারা বহুবার নির্যাতনের শিকার হয়েছি।তবুও এক মুহূর্তের জন্য নিজ দলের প্রতি অবহেলা জন্মেনি।শুধু বিরোধী দলীয় নেতাকর্মিদের দ্বারা নয় গ্রুপিং রাজনীতির কারণেও হয়রানি হতে হয়েছে আমাকে।তবুও সীতাকুণ্ড উপজেলার একজন মুজিব সৈনিক হিসেবে কাজ করে গিয়েছি এবং বর্তমানেও করছি।

0 Shares