বেনাপোল প্রতিনিধি:
দীর্ঘ ৫দিন বন্ধেরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পুরোদমে আমদানি রফতানি বাণিজ্য শরু হয়েছে। বন্দরে ফিরেছে কর্ম ও প্রাণ চাঞ্চল্য। খুশি শ্রমিকসহ বন্দর ব্যাবহারকারি ব্যাবসায়িরা ।
২৬ মার্চ, সবেবরাত,ভারতে রংখেলা, দোলপূজা ও সরকারি ছুটির কারণে টানা ৫দিন আমদানি রফতানি পণ্য পরিবহন বন্ধের পর বুধবার সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে চালু হয়েছে আমদানি রফতানি। বন্দর গোডাউনে চলছে পণ্য লোড আনলোড। ফলে বন্দরে ফিরছে কর্মচাপঞ্চল্য।সকাল থেকে ১৩৬টি ট্রাক পণ্য আমদানি রফতানি হয়েছে। ভারতে ৭৮টি খালি ট্রাক ফিরে গেছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
বেনাপোল বন্দর উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান-কয়েদিনের বন্ধের কারণে ক্ষতি পোষাতে ও সরকারের রাজস্ব বাড়াতে রাত দিন কাজের প্রতি সর্বচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। পণ্য খালাসেও সবাইকে আন্তরিকভাবে কাজ করা আহব্বান জানান তিনি।
