Home » সারাদেশ » বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি রফতানি শুরু

বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি রফতানি শুরু

বেনাপোল প্রতিনিধি :

বাংলাদেশে জাতীয় শোকদিবস ও ভারতের প্রজাতন্দ্র দিবসের সরকারি ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। ফলে বাংলাদেশ ও ভারতের বন্দর এলাকায় আটকে পড়া পণ্যবাহি ট্রাকের সারিও কমতে শুরু করেছে। চলছে লোড আনলোডসহ বন্দর ও কাস্টমসের কার্য্যক্রম।
বেনাপোল স্থলবন্দর উপ পরিচালক আব্দুল জলিল জানান,সরকারি ছুটি শেষে বন্দরে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে। এ পর্যন্ত ৭৮ট্রাক পণ্য আমদানি রফতানি হয়েছে। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে গভীর রাত পর্যন্ত পণ্য লোড আনলোড স্বাভাবিক রাখা হবে বলে জানান তিনি।

0 Shares