Home » সারাদেশ » বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

নিউটার্ন ডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদ (স.) কে অবমাননার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
সংগঠনের মহানগর শাখার উপদেষ্টা মাওলানা ওবায়েদুর রহমান মাহাবুবের সভাপতিত্বে এবং মহানগর শাখার সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা সৈয়দ মো. নাসির আহমেদ কাউসার সহ অন্যান্যরা।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

 

 

 

 

 

 

 

 

 

নিউটার্ন.কম/RA

0 Shares