Home » জাতীয় » বরিশালে নতুন ২৪ জন সনাক্ত
বরিশালে নতুন ২৪ জন সনাক্ত
বরিশালে নতুন ২৪ জন সনাক্ত

বরিশালে নতুন ২৪ জন সনাক্ত

নিউটার্ন ডেস্ক :

০২ এপ্রিল তারিখ পর্যন্ত জেলা প্রশাসন বরিশাল থেকে বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) সংক্রান্ত প্রতিবেদনঃ
০২ এপ্রিল তারিখে বরিশাল জেলায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৫২৬২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
০২ এপ্রিল তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ০৯ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এ পর্যন্ত জেলায় মোট ৪৯১৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন :

করোনাভাইরাসে হাসপাতালে ভর্তি টেন্ডুলকার

ভাঙ্গায় করোনারোধে ইউএনও’র মাস্ক বিতরণ
০২ এপ্রিল এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত এ জেলায় ৯২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
০২ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ২১ জন, হিজলা উপজেলার ০১ জন, আগৈলঝাড়া উপজেলার ০১ জন, উজিরপুর উপজেলার ০১ জনসহ মোট ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বাবুগঞ্জ উপজেলায় ১৫৬ জন, সদর উপজেলায় ৪০৫৯ জন, উজিরপুর উপজেলায় ২০৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৭৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৬৮ জন, হিজলা উপজেলায় ৭২ জন, বানারীপাড়া উপজেলায় ১০৪ জন, মুলাদী উপজেলায় ১৩৩ জন, গৌরনদী উপজেলায় ১৬৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২২ জন করে মোট ৫২৬২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় ।
মিডিয়া সেল, বরিশাল জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে ।

0 Shares