Home » খেলাধুলা » বর্ণবাদের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন: স্যামি

বর্ণবাদের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন: স্যামি

ক্রীড়া ডেস্ক , নিউটার্ন.কম : বিশ্বজুড়ে বর্ণবাদ এখন সবচেয়ে বড় ঘটনা হয়ে দেখা দিয়েছে। স্রেফ কালো বর্ণের হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রে সম্প্রতি আফ্রো-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হাঁটুর নিচে চেপে ধরে হত্যা করেছেন দেশটির মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ সদস্য ডেরেক চাওভিন। আর এই ভিডিও ভাইরাল হতে ক্রীড়াঙ্গনেও তার প্রভাব পড়েছে।

ফুটবলে প্রিমিয়ার লিগের দল লিভারপুল, জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনার পর ক্রিকেটেও বর্ণবাদের ঘটনাগুলো সামনে আসছে। নিউজিল্যান্ডে জোফরা আর্চারের বর্ণবাদের শিকার হওয়া, এছাড়াও ক্রিস গেইলও জানিয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন সময় তিনিও শিকার হয়েছেন এই লজ্জাজনক ঘটনার। সব ঘটনা টেনে এনে বর্ণবাদের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

ক্যারিবিয়ান এই ক্রিকেটারের আক্ষেপের জায়গা আইসিসি ও বড় বড় অন্যান্য ক্রিকেট বোর্ডের নীরব থাকা। স্যামি চাইছেন, বর্ণবাদের মতো বাজে ইস্যুতে সরব হোক সবাই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে এক বার্তায় স্যামি বলেন,

‘আমার ভাইকে (জর্জ ফ্লয়েড) পায়ের তলায় পিষে হত্যার করার ভিডিও দেখার পরেও যদি বর্ণবাদের বিরুদ্ধে ক্রিকেট বিশ্ব এখনো আওয়াজ না তোলে, উঠে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনিও সমস্যার একটা অংশ।’

বর্ণবাদী আচরণের শিকার প্রায় প্রতিদিনই হতে হয় জানিয়ে স্যামি আরও যোগ করেন, ‘আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডরা কি দেখতে পাচ্ছে না, আমার মতো মানুষদের সঙ্গে কী হচ্ছে? আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা প্রতিদিন হয়। কালো বর্ণধারীদের জীবনও মূল্যবান।’

সবাইকে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার আহবান জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘এখন চুপ থাকার সময় নয়। আমি আপনাদের শুনতে চাই, আওয়াজ তুলুন। দীর্ঘদিন ধরেই কালো বর্ণের মানুষেরা এসব সহ্য করছে। আমি এখন সেইন্ট লুসিয়াতে আছি এবং আমি খুবই হতাশ হবো যদি আপনারা আমাকে সতীর্থ হিসেবে দেখেন কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় চুপ থাকেন। আপনি কি সমর্থন প্রকাশ করে পরিবর্তনের অংশ হবেন?’

নিউটার্ন.কম/এআর

0 Shares