কঙ্গনা বলেছেন, অনেকক্ষেত্রেই এই ধরনের ঘটনার দীর্ঘ ছাপ থেকে যায় নির্যাতিতদের উপর। কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায় তাদের।
বিনোদন ডেস্ক :
বলিউড নিয়ে আবার বিস্ফোরক কঙ্গনা রানাউত। এ বার তার দাবি, হিন্দি সিনেমা জগতে প্রায়ই যৌন শোষণের শিকার হন উঠতি অভিনেতারা। বলিউডে ব্যাপারটা নাকি একরকম ‘জলভাত’-এর মতোই!
তবে কঙ্গনার দাবি, মিটু আন্দোলনের সময় এই ‘সত্যি কথা’ ফাঁস করে দেয়াতেই গোটা বলিউড শত্রু হয়েছিল তার। এক যোগে তাকে নিষিদ্ধ করেছিলেন সকলে।আনন্দবাজার
বলিউডের রকমসকম যে তার না পসন্দ তা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা। তবে এই প্রথম তিনি বলিউডের কাস্টিং কাউচের কথা সোজাসুজি বললেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন ফ্যাশনের জগতেও ব্যাপারটা কিছুটা একইরকম। নতুনদের সেখানেও হেনস্থার শিকার হতে হয়।
কঙ্গনা বলেছেন, অনেকক্ষেত্রেই এই ধরনের ঘটনার দীর্ঘ ছাপ থেকে যায় নির্যাতিতদের উপর। কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায় তাদের। মিটু আন্দোলনের সময় তা-ই এই নির্যাতিতদের পক্ষ নিয়েছিলেন বলে দাবি করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, যতই আমরা বলিউডের শিল্পজগতের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করি না কেন আসলে বলিউডের জগত ঘন অন্ধকারাচ্ছন্ন! আর এটাই সত্যি।