Home » জাতীয় » বাংলাদেশ আর্মিকে প্রশিক্ষীত ১৫টি ঘোড়া হস্তান্তর করল ভারতীয় সেনাবাহিনী

বাংলাদেশ আর্মিকে প্রশিক্ষীত ১৫টি ঘোড়া হস্তান্তর করল ভারতীয় সেনাবাহিনী

এম এ রহিম,বেনাপোল :
বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসেবে দু দফায় বাংলাদেশ আর্মিকে প্রশিক্ষীত ৩৫টি ঘোড়া হস্তান্তর করল ভারতীয় সেনাবাহিনী। রবিবার সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে দ্বিতীয় চালানে ১৫টি প্রশিক্ষীত ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনী। ভারত সরকার ৫০টি প্রশিক্ষীত ঘোড়া উপহার দিবে বাংলাদেশ আর্মিকে।
এসময় উপস্তিত ছিলেন সাভার ক্যান্টমেন্টের সেনা কর্মকর্তা মেজর ফাহিন ও শাহিন। ভারতের সেনা কর্মকর্তা মেজর আর কে সাজেদসহ গোয়েন্দা সদস্যরা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা খাতুন। ভারতের হিমপুর ক্যান্টনমেন্ট থেকে আনা ঘোড়াগুলো নিয়ে যাওয়া হবে ঢাকা সাভার ক্যান্টমেন্টে।
মেজর ফাহিন জানান,ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে দিচ্ছে ৫০টি ঘোড়া। যা প্রথম চালানে আসে ২০টি। রবিবার সকালে আসলো ১৫টি ঘোড়া। আরো ১৫টি ঘোড়া আসবে বলে জানান তিনি।

0 Shares