তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বর্ণ্যঢ্য আয়োজনের মানচিত্রের শুরু তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে দেশের সর্বচ্চো ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী।
উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার বিভাগের বরাদ্দ কৃত ৩০ লক্ষ টাকা ব্যয়ে দেশের সর্বচ্চো এ পতাকা স্টান্ডটি নির্মাণ করা হয়।

Exif_JPEG_420

Exif_JPEG_420
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরো পয়েন্ট। জিরো পয়েন্টের অপর প্রান্তে ভারতের উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এপাশে কোন উচু ফ্ল্যাগ স্ট্যান্ড নেই। দীর্ঘদিনের দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়।
তাই তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়।
বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় এপ্রিলে দেশের সর্বচ্চো ফ্লাগ স্ট্যান্ড, গেইট ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সচিব সারজিস আলম, উপজেলা বিএনপির সভাপতি ও ফ্ল্যাগ স্টান্ড নির্মাণ কাজের ঠিকাদার শাহাদাৎ হোসেন রঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, অফিসার ইনচার্জ মুসা মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মি ও স্থানীয় ব্যক্তিবর্গ।
Newturn24.com Latest News Portal