Home » বিনোদন » বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না

বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না

বিনোদন ডেস্ক,নিউটার্ন.কম: সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে খোলামেলা পোশাক নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখনো তাকে নিয়ে চলছে নানা ট্রল! এবার একই কারণে ট্রলের শিকার হলেন আরেক বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না? নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পরে যাও তোমরা? এমন সব তীর্যক প্রশ্ন ছুঁড়ে দিয়ে ট্রল করা হয়েছে সোনম কাপুরকে।

সদ্য মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত ছবি মালাং। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকাই। তাদের মধ্যেই একজন ছিলেন সোনম কাপুর।

মূলত মালাং ছবির প্রিমিয়ারে বাবা অনিল কাপুরের সাথেই উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। আর সেই অনুষ্ঠানেই বাবার সামনে খোলামেলা কাপড় পড়ে ক্যামেরার সামনে পোজ দেয়াতেই ট্রলের শিকার হন এই অভিনেত্রী।

বাবার সামনে মেয়ের এমন খোলামেলা কাপড় পরায় নেটিজেনরা ছুঁড়ে দিচ্ছেন কড়া মন্তব্য। কেউ কেউ সোনমের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার একজন বলেছেন, বাবার পাশে এভাবে দাঁড়াতে লজ্জা লাগছে না? আরেকজন লিখেছেন, নিজের বাবার সামনে কীভাবে এমন পোশাক পরে যাও তোমরা? লজ্জা করে না?

এমন সেনসেটিভ বিষয়ে কথা না বললেও সোনমের পক্ষ নিয়ে অনেকেই মুখ খুলে সাধারণ মানুষের এমন বাজে মানসিকতার তীব্র নিন্দা জানিয়েছেন। কেউ বলেছেন, মানুষের মন-মানসিকতার কী হয়েছে? এতো অধঃপতন কেন? বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও এমন বিব্রতকর প্রশ্ন তোলা কোন মানসিকতার পরিচয় দেয়?

 

নিউটার্ন.কম/AR

4 Shares