ঢাকা :
সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে/কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হলো:- মেধাভিত্তিক ৯৩%; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গণার সন্তানদের জন্য ৫%; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১%।
নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা এর বিগত ৪অক্টোবর ২০১৮ তারিখের পরিপত্র নং-০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮-২৭৬-সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র/প্রজ্ঞাপন/আদেশ/নির্দেশ/ অনুশাসন রহিত করা হয়েছে।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধমে এ তথ্য জানানো হয়েছে।-ত.বি.