Home » জাতীয় » বীর শ্রেষ্ট নুর মোহাম্মদ সমাধিস্থলে শ্রদ্ধা

বীর শ্রেষ্ট নুর মোহাম্মদ সমাধিস্থলে শ্রদ্ধা

এম এ রহিম,বেনাপোল:
ব্যাপক উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যশোরের শার্শা বেনাপোলে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সকালে শার্শায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বেনাপোল কাগজপুকুর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন,দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরে গার্ড অব অনারসহ মুক্তিযোদ্ধা, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের মধ্যে ফুল ও সন্মাননা ক্রেস্ট প্রদানসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ডিহিতে সমাহিত বীর শ্রেষ্ট নরু মোহাম্মদের স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন মুৃক্তিযোদ্ধা সংসদ,বিজিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্প মাল্য অর্পণ,দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিউগল বাজিয়ে সমাধিস্থলে গার্ড অব অনার প্রদর্শন করে বিজিবি।


২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন,যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা,উপধিনায়ক তৌফিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,নির্বাহি অফিসার আফিল রেজা,এসিল্যান্ড রাসনা শারমিন মিথি.সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,ডিহি বিজিবি কমান্ডার জাফর ইকবাল সহ জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা ,বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা।r

0 Shares