Home » সারাদেশ » বেনাপোলে এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০থেকে৪০টাকা

বেনাপোলে এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০থেকে৪০টাকা

 

এম এ রহিম, বেনাপোল যশোর:
বেনাপোলে এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০থেকে৪০টাকা।পেঁয়াজ শুন্য হয়ে পড়েছে সবজির বাজার।নাভিম্বাস বাড়ছে ক্রেতাদের।নেই কোন বাজার মনিটরিং।এক শ্রেণির অসাধু ব্যবসায়ির কারসাজিতে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম।


ভারতীয় পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকেই পেঁয়াজের বাজার অস্থির হয়ে পড়ে।তবে দেশীয় পেঁয়াজ বাজারে সরবরাহ বাড়ায় দাম ছিল স্থিতিশীল।বেনাপোল নাভারন শার্শা সহ স্থানীয় বাজারগুলোতে গতকাল ৭০ থেকে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হলে ও শনিবার সকালে দাম গেছে বেড়ে।প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচেছ ১০০থেকে ১১০টাকায়।ভারতীয় পেঁয়াজ না আসাসহ বাজারে দেশিয় পেঁয়াজের সরবরাহ ঘটতি থাকায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।ফলে মোকাম থেকে বেশি দামেই কিনতে হচেছ পেঁয়াজ।সরবরাহ বাড়লে ও আমদানি হলে দাম কমে আসবে বলে জানান বিক্রেতারা

তবে বিক্রেতাদের দাবি বাজার মনিটরিং না করায় বাড়ছে দাম।এক শ্রেণির অসাধু ব্যবসায়ির কারসাজিতে নাভিশ্বাস বাড়ছে স্বল্প ও নিন্ম আয়ের মানুষের।
৭ডিসেম্বর২০২৩-বাংলাদেশে৩মাসের জন্য পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।বাজারে দাম নিয়ন্ত্রণে রাখাতে বৃহস্পতিবার থেকে আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার|তবে পূবে করা এলসির পেঁয়াজ রফতানিতে নিষধাজ্ঞা শিথিল করে ৫জানুয়ারি পর্যন্ত আগের এলসির পেঁয়াজ আনা যাবে বলে জানায় সংশ্লিষ্ট দফতর।

 


এদিকে বাজারে এসে পেঁয়াজের দাম বৃদ্ধিতে অনেকে খালি হাতে ফিরছেন বাড়িতে।নিন্মআয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।প্রশাসনের নজরদারি চান তারা।

0 Shares