Home » জাতীয় » বেনাপোলে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বেনাপোলে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি :
মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারকে শার্শার উদ্ভাবক মিজানুর রহমান কর্তৃক বাড়িতে যেয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বেনাপোল ও শার্শার কর্মরত গণমাধ্যম কর্মিরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বেনাপোল কাস্টম হাউজের সামনে রবিবার সকালে বেনাপোল টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন,সহ-সভাপতি বকুল মাহবুব,সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু,সীমান্ত প্রেসক্লাব সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সাংবাদিক আহম্মেদ আলী শাহিন,মনিরুল ইসলাম মনি,মিলন খান ও রাসেল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নিয়ে দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

0 Shares