Home » সারাদেশ » বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা, বন্দর ও কাস্টমসে সৌন্দর্য বৃদ্ধির ঘোষণা

বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা, বন্দর ও কাস্টমসে সৌন্দর্য বৃদ্ধির ঘোষণা

 

 

এম এ রহিম, বেনাপোল যশোর :
বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভা অডিটরিয়ামে ১৪০কোটি ১৬ লাখ ৭৮ হাজার শ’ ১১১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আফিল উদ্দিন এম পি, বিশেষ অতিথি ডেপুটি কাস্টমস কমিশনার মির্জা রাফেজা সুলতানা, উপজেলা চেয়ারম্যান সোহরাব প্রমুখ।

 


রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ, মন্দির, ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার, ক্লাব ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সম্প্রসারণসহ বন্দর ও কাস্টমসে সৌন্দর্য্য বৃদ্ধি করার কথা বলেন এমপি শেখ আফিল উদ্দিন। নিগরিক সেবার মান বৃদ্ধিসহ আধুনিক মানের নারী ও শিশুদের বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেয়া হয়।

বেনাপোল পৌরসভার বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ৭৫৫শ’ ৯৮ পয়সা। উন্নয়নে এবং প্রকল্প খাতে১৩০ কোটি ৬৭ লাখ ১০হাজার ৩৫৫টাকা০২পয়সা আয় দেখানো হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট বিবরণী হিসেবে ২১কোটি ৩২ লাখ ৩৬ হাজার৭১৭শত৬১পয়সা উল্লেখ করা হয়েছে।

বাজেট পেশ অনুষ্টানে বক্তব্য রাখেন এএসপি নিশাত আল নাহিয়ান ইউএনও নয়ন কুমার রাজ বংশি.কাউন্সিলর মজনুর রহমান সাংবাদিক এম এ রহিম.আওয়ামী লীগ নেতা এনামুল হক মুকুল আলী কদর সাগরসহ
পৌরসভার প্রশাসন জনপ্রতিনিধি কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ, এসময় বিজিবি সদস্য, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। বেনাপোল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে আরও পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র নাসির উদ্দিন।

0 Shares