Home » সারাদেশ » বেনাপোল সীমান্তে টহলকালে মটরসাইকেল দুর্ঘটায বিজিবি সদস্য নিহত, আহত বিজবি হাবিরদার

বেনাপোল সীমান্তে টহলকালে মটরসাইকেল দুর্ঘটায বিজিবি সদস্য নিহত, আহত বিজবি হাবিরদার

 

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল পুটখালী সীমান্তে টহল দেয়াকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিজিবি সদস্য সিপাহি মোজাম্মেল হক নিহত,হয়েছে। এসময় আহত হয়েছে বিজিবি সদস্য হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুটখালী বিজিবির কোম্পানি কমান্ডার ও খুলনা ২১ বিজিবির সিও লে: কর্নেল আনোয়ার হোসেন।

বিজিবি কর্মকর্তা জানান.খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন ও সিপাহী মোঃ মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটর সাইকেলযোগে মঙ্গলবার রাত ৮ টার দিকে বারোপোতা বাজারের উদ্দেশ্যে রওনা করে। পরে মসজিদ বাড়ির পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় উভয় বিজিবি সদস্য মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোঃ মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করে এবং অপর বিজিবি হাবিলদারকে গুরুতর জখম অবস্থায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয় ।

0 Shares