Home » জাতীয় » ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় আটক

ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় আটক

 

 

অমৃত লাল সুতার,গৌরনদী :

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজার থেকে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানা গেটের সম্মুখে টহল পুলিশ আন্তঃজেলা ছিনতাইকারী সদস্য এনায়েত শরীফ ও সাগর মন্ডলকে আটক করেছে। এ ঘটনায় ব্যবসায়ী বছির খলিফা বাদী হয়ে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার বিকেলে বার্থী বাজারের লেপ-তোষকের ব্যবসায়ী বছির খলিফার ৫ হাজার টাকা ছিনতাই করে ব্যাটারী চালিত অটো ভ্যান যোগে পালানোর চেষ্টা করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সুন্দরদী গৌরনদী হাইওয়ে থানা গেটের সম্মুখে হাইওয়ে থানার টহল পুলিশ ছিনতাইকৃত টাকাসহ এনায়েত শরীফ ও সাগর মন্ডলকে আটক করে। আটককৃত এনায়েত শরীফ মাদারীপুর সদর থানার কুকরাইল গ্রামের মৃত এজাহারুল হকের পুত্র ও সাগর মন্ডল পাশ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর উরালচর গ্রামের আশু মন্ডলের পুত্র। পুলিশ ছিনতাইকৃত টাকা, ব্যাটারী চালিত অটো ভ্যান ও মোবাইল ফোন জব্ধ করেছে। গতকাল বুধবার গ্রেফতারকৃতদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রের করে।

0 Shares