মুক্তাগাছা উপজেলার খিলগাতী কুতুবপুর গ্রামের সংযোগস্থল আয়মন নদীর উপর নির্মিত ব্রিজের ওপারে সংযোগ সড়ক নেই ফলে চরম ভোগান্তিতে এলাকাবাসী।
এই নিয়ে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানালে তিনি বুধবার বিকেলে এলাকা পরিদর্শন করে কাজের ব্রিজের পশ্চিম পাড় দিয়ে
আমোদপুর ব্রিজ পর্যন্ত
নদীর খননকৃত মাটি দিয়ে রাস্তা নির্মাণ করে সমস্যাটি সমাধানের আশ্বাস দেন।
এসময় বিশিষ্ট সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, খিলগাতী দাখিল ইসলামিয়া মাদ্রাসার সুপার খ ম আব্দুল গনী,সাংবাদিক রিপন সারোয়ার,বি এন পি নেতা হুমায়ুন কবির মোল্লা, খিরুয়াজানী ইউ পি সদস্য রেজায়ুল,ছাত্রদল নেতা আলামিন, স্থানীয় বি এন পি নেতা কামাল হোসেন সহ নদীর দুপারের ভুক্তভোগী এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।