Home » অর্থনীতি » ব্র্যাক ব্যাংকের আউটলেট ফিউচার পার্কের হোলসেল ক্লাবে!

ব্র্যাক ব্যাংকের আউটলেট ফিউচার পার্কের হোলসেল ক্লাবে!

 

যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে একটি সার্ভিস আউটলেট চালু করেছে ব্র্যাক ব্যাংক।

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ফিউচার পার্কের হোলসেল ক্লাবে মেম্বার সার্ভিস ডিপার্টমেন্টে এর উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

দেশের প্রথম ২৪ ঘন্টার হাইপার মার্কেট হোলসেল ক্লাবে দেশ-বিদেশের উন্নতমানের বিভিন্ন পণ্য পাওয়া যায়।

হোলসেল ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, পরিচালক সাইফুল হাসান ও হেড অব মার্কেটিং এস সিকদার শিহাব এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন, রিজিওনাল হেড একেএম তারেক, রিজিওনাল হেড সালাউদ্দিন হাজারী, প্রিমিয়াম ব্যাংকিংয়ের প্রধান আবু সায়েম আনসারী অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেম্বার সার্ভিস ডিপার্টমেন্টে হোলসেল ক্লাব ডিসকাউন্টের জন্য গ্রাহকদের সদস্যপদ কার্ড প্রদান করবে এবং ব্র্যাক ব্যাংক বিভিন্ন সার্ভিস প্রচারণা ও প্রসার করবে।

নিউটার্ন.কম/AR

15 Shares