ঢাকা : ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেচুয়াডাঙ্গা ও ঢাকা সম্প্রতি হুমায়ূন আহমেদ ও মোস্তাক শরীফের ঐতিহাসিক পটভূমির ওপর লিখিত উপন্যাস‘বাদশাহ নামদার’এবং ‘মসনদ’নিয়ে আলোচনা করেছে।এই উপন্যাস দুটি পড়ার মাধ্যমে রিডিং ক্যাফের সদস্যরা গত এক মাস ধরে মুঘল ইতিহাস এবং মুঘল শাসকদের বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জেনেছেন।
‘বাদশা নামদার’ হুমায়ূন আহমেদের মুঘল সম্রাট বাবর এবং তার ছেলে হুমায়ুনের অতি আবেগপ্রবণ ব্যক্তিত্বের ওপর লিখিত একটি জনপ্রিয় উপন্যাস। বাবর সবসময় ভয়ে থাকতেন এই ভেবে যে, হুমায়ুনের মানসিক দুর্বলতাই তার শত্রুপক্ষের প্রধান লক্ষ্যবস্ত হতে পারে।এমনকি এটিই তার পতনের কারণ হতে পারে।তাই হুমায়ুনকে দৃঢ়চিত্তের মানুষ হিসেবে তৈরি করার জন্য বাবর রাজ্যের সমস্ত সম্পদ হুমায়ুনের হাতে তুলে দেন। কিন্তু, পরে রদিনই হুমায়ুন সবাইকে হতবাক করে দিয়ে তার সেনাবাহিনীসহ সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে যান।মুঘল সাম্রাজ্যের সবচেয়ে রহস্যময় সম্রাট হুমায়ুনের এই কাহিনিটিই কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ‘বাদশাহ নামদার’উপন্যাসে ফুটে উঠেছে। ২৫ আগস্ট ২০২৪ ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় আলোচনাটি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ঢাকার রিডিং ক্যাফেতে আলোচনা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাহানের জীবনীর ওপর রচিত বই ‘মসনদ’ নিয়ে।শাহজাহান ১৬২৮ সালে মুঘল সিংহাসনে আরোহণ করেন।এই উপন্যাসে ফুটে উঠেছে প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহানের মানসিক অবস্থা।এখান থেকেই শাহজাহান তার প্রিয়তম স্ত্রীর স্মৃতি অমর করে রাখতে তাজমহলের মতো আশ্চর্য স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেন।এই উপন্যাসটি ১৭ শতকে তৎকালীন ভারতে বিদ্যমান অসাধারণ একটি চিত্রনাট্য তুলে ধরেছে,যেখানে উপস্থিত ছিল প্রেম, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার জন্য পরিবারের সদস্যদের মধ্যে সংঘটিত লড়াই।
১৯ আগস্ট ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার রিডিং ক্যাফের সাহিত্য আড্ডায় ‘মসনদ’-এর লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশ্তাক শরীফ উপস্থিত ছিলেন। তিনি রিডিং ক্যাফের আলোচকদের সাথে আলোচনায় যুক্তহন এবং মুঘল সাম্রাজ্য নিয়ে তাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।ব্র্যাক ব্যাংকের এই পড়ার সংস্কৃতির ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মিদের সাহিত্য নিয়ে গভীর চিন্তাভাবনারও প্রশংসা করেন তিনি।
সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফে হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং ঢাকা রিডিং ক্যাফে মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘কেউ কেউ কথা রাখে’ নিয়ে আলোচনা করবে।-প্রেস বিজ্ঞপ্তি