সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা লাইফইনাসুরেন্স কোম্পানীর মৃত্যুদাবীর চেক প্রদান অনুষ্ঠান শুক্রবার (২২ জানুয়ারি) এ.এম.ডি (উন্নয়ন) সাঈদ হোসেন বাবনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যমুনা লাইফইনাসুরেন্স কোম্পানীর ভূঞাপুর অফিসে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, ইসলামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস, আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন চকদার, যমুনা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক স্বপন কর, উর্ধতনসহকারী ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম।
আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তন: তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি বাড়ার ‘সম্ভাবনা বাড়ছে’
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরে অভিযানে ২য় দিনে গুড়িয়ে দেওয়া হলো ১০ টি অবৈধ ইটভাটা
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি শাহআলম প্রামাণিক,সাবেক সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ারসাদী রাজু, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, ঠাকুরগাঁও, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। বীমা গ্রাহক মরহুম আসাদুজ্জামান মিল্টনের দুইলক্ষ টাকার মৃত্যুদাবীর চেক গ্রহণকরেন তার স্ত্রী রিনা খাতুন।