Home » আইন-আদালত » ভোলায় দুইশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলায় দুইশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি :
ভোলার সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মো.মাহাবুব তালুকদার (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মাহাবুব তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরীপুর ইউনিয়নের তেওয়ারীপুর ২নং ওয়ার্ডের আঃ মন্নান তালুকদারের ছেলে।
ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) মো. মাইনুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা অভিযান চালিয়ে মো. মাহাবুব তালুকদার নামের এক যুবককে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 Shares