Home » জাতীয় » ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কামরুজ্জামান শাহীন,ভোলা :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জন নেতাকর্মির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মিরা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা দেড় টায় দিকে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা যুবদলের কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পূণরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম ভিপি, সিনিয়র সহ- সভাপতি মোঃ ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেনসহ ভোলা জেলা, সদর থানা ও পৌরসভা যুবদল নেতৃবৃন্দ।
সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাকর্মিদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান অবৈধ সরকারের নির্দেশেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জন নেতা-কর্মির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া করা হয়েছে। অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানাই।

 

0 Shares