Home » জাতীয় » ভোলায় হেফাজত ইসলামের হরতাল

ভোলায় হেফাজত ইসলামের হরতাল

ভোলা প্রতিনিধি :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে, শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষের ঘটনায়, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের প্রতিবাদে সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধা হরতাল ভোলায় পালিত হয়েছে। সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে হেফাজত ইসলামের নেতাকর্মিরা হরতাল পালন করেন।
রোববার (২৮ মার্চ) সকালে হরতালের সমর্থনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখা হয়। এর ফলে চরফ্যাশনের সাথে ভোলার সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধ করে রাখা হয়েছিল ভোলা-ববিশাল ভেদুরিয়া ও খেয়াখাট সড়কটি।
হরতালে ভোলায় হেফাজত ইসলামের বাংলাদেশের নেতাকর্মিরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করেন। তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে অবরোধ করে রাখেন।
এদিকে ভোলায় হরতালে সকল প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে মাঠে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

0 Shares