Home » পর্যটন » মধু মালতি ডাকে আয়, পুরোটাই বসন্ত

মধু মালতি ডাকে আয়, পুরোটাই বসন্ত

শহর এখন চাকচিক্যময় । পুরো বসন্ত । তবে সতর্ক সংকেত সর্বত্র । “Go forth in fourth “ চতুর্থয়া দিকে যাচ্ছে নোবেল ভাইরাসটি । পুনরায় ঝক্কি হয়ে জঙ্গিভুকা মিছিল আসতে পারে । এ জন্য সতর্ক স্বাস্হ্য বিভাগ ।

বাফেলো শহরে প্রতিটি সড়কে স্প্রিং ফুল গুলো ফুটেছে । রৌদ্রের ঝলমল আলোতে। বাহারী ফুলের মৌ মৌ সুগন্ধে মাতোয়ারা। চিরচেনা শহর নতুন করে সেজেছে । রাজ্যের অধিকাংশ ফুল বৃক্ষের প্রথমে ফুল ফোটে তারপর আসে চির সবুজ পাতা। আমাদের দেশে বেশির ভাগ বৃক্ষে প্রথমে পাতা তারপরে ফুল । ফিলমোর থেকে যখন এ ছবি ধারণ করছি ।

তখন গুন গুন করে বলেছিলাম
মধু মালতী ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতী ডাকে আয়
যুথি কামিনী কতো কথা
মধু মালতী ডাকে আয়
চাঁপা বনে অলি সনে
আজ লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
কি মাধুরি গো কি মাধুরি
মনো চাহে যে ধরা দিতে •

(Syeed Mahamud Taslim, এর ফেসবুক থেকে )

0 Shares