Home » আন্তর্জাতিক » মধ্যপ্রদেশে সরক দুর্ঘটনায় নিহত ৪ জাতীয় স্তরের হকি খেলোয়াড়, গুরুতর আহত ৩

মধ্যপ্রদেশে সরক দুর্ঘটনায় নিহত ৪ জাতীয় স্তরের হকি খেলোয়াড়, গুরুতর আহত ৩

 

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৪ জাতীয় স্তরের হকি খেলোয়াড়ের মৃত্যু, গুরুতর আহত আরও ৩।

সোমবার ভোরে হোসঙ্গবাদের রইসলপুর গ্রামের কাছে জাতীয় সড়ক ৬৯-এ এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। মধ্যপ্রদেশ হকি অ্যাকাডেমিতে অনুশীলন করতেন ওই খেলোয়াড়রা। ইতারসি থেকে হোসঙ্গাবাদে ‘ধ্যান চন্দ্র ট্রফি’ খেলতে যাচ্ছিলেন তাঁরা।

এখনও অবধি মৃত ও আহতদের সনাক্ত করার প্রক্রিয়া শুরু করেনি পুলিশ।

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

নিউটার্ন.কম/AR

38 Shares